মোহাম্মদ মোবারক হোসাইন : মানুষ মরণশীল। মানুষ যেভাবে পৃথিবীতে আগমন করে ঠিক একইভাবে নির্দিষ্ট কিছুদিন পর আবার তার আসল ঠিকানায় ফিরতে হবে। তবে দুনিয়াতে থাককালীন এ সামান্য সময়টাই তার জন্য পরবর্তী অসীম কালের জন্য রহমত কিংবা গজব। তবে প্রকৃত মুমিনরা এ সামান্য সময়কে সঠিকভাবে কাজে কাটিয়ে দেয়।যার ফলাফল হিসেবে পেয়ে যায় অন্তত সুখের স্বর্গ তথা চিরস্থায়ী জান্নাত। আর এই জান্নাত আল্লাহ তায়ালা তার প্রিয় বান্দাদের জন্য তৈরী করে রেখেছেন। মুমিন বান্দাদের পরকালীন জীবনের সফলতা ও সুখ-শান্তির কথা আল্কুলাহ তায়ালা কুরআনুল কারিমের বিভিন্ন স্থানে ব্যক্ত করেছেন।
এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা পবিত্র কুরআন মাজিদের সূরা আল-হিজরের ৪৫-৪৮ নং আয়াতে বলেন,
إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ
ادْخُلُوهَا بِسَلاَمٍ آمِنِينَ
وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ إِخْوَانًا عَلَى سُرُرٍ مُّتَقَابِلِينَ
অর্থঃ- ‘পক্ষান্তরে মুত্তাকি (আল্লাহ ভীরু) লোকেরা থাকবে বাগান ও ঝর্ণাধারা মধ্যে। এবং তাদেরকে বলা হবে তোমরা এগুলো শান্তি ও নিরাপত্তার সঙ্গে প্রবেশ কর। তাদের মনে যে সামান্য পরিমাণ মনোমালিন্য থাকবে তা আমি বের করে দেব। তারা পরস্পর ভাই-ভাইয়ে মিলিত হয়ে মুখোমুখি আসনে বসবে। সেখানে তাদের না পরিশ্রম করতে হবে আর তারা সেখান থেকে বহিষ্কৃতও হবে না।’ মুমিন বান্দাদের জন্য এ হলো আল্লাহ পাকের সুমহান ঘোষনা।
জান্নাত বাসীর জীবন ধারা সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উক্তি ব্যক্ত করেছেন।
এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সাঃ) এর কাছের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু একটি হাদীস বর্ণনা করেন।
তিনি বলেন, রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন।
জান্নাতি লোকেরা জান্নাতের খাবার পাবে এবং সেখানকার পানীয় পান করবে। কিন্তু সেখানে তাদের পায়খানার প্রয়োজন হবে না। তাদের নাকে ময়লা জমবে না। তারা পেশাবও করবে না। ঢেকুরের মাধ্যমে তাঁদের সব খাবার হজম হয়ে যাবে। (ঢেকুরের মাধ্যমে যে বাতাস বের হবে) তা থেকে কুস্তুরির ন্যায় সুঘ্রাণ বেরিয়ে আসবে। তাঁরা তথায় শ্বাস-প্রশ্বাস গ্রহণের মতো করে ‘সুবহানাল্লাহ ও আলহামদুল্লিাহ’ ইত্যাদি তাসবিহ ও তাকবির উচ্চারণ করতে থাকবে। (সহীহুল মুসলিম)
আর জান্নাত হলো মুমিন বান্দার জন্য মহান রবের পক্ষ থেকে অনুগ্রহ।
মুমিন বান্দার জন্য জান্নাতের নেয়ামতের কথা হযরত আবু হুরায়রা (রাঃ) বর্ণিত হাদিসে উল্লেখিত হয়েছে।
রাসুল (সঃ) হাদীসে কুরসীতে ইরশাদ করেন, আল্লাহ বলেন, ‘আমি আমার পূণ্যবান বান্দাদের জন্য এমন সব নেয়ামত সামগ্রী তৈরি করে রেখেছি, যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কানও তার বর্ণনা কখনো শুনেনি।
তাছাড়া কোনো মানুষ কখনো তা প্রত্যক্ষ করেনি, কেউ কোনো দিন তা ধারণা করতে পারেনি।’
এ কথাগুলোর সমর্থনে তোমরা কুরআনের পাকের এ আয়াতটি তেলাওয়াত করতে পার-‘সৎ কাজের প্রতিদান স্বরূপ তাদের জন্য চোখ শীতলকারী যে সব সম্পদ-সামগ্রী গোপন রাখা হয়েছে, কোনো প্রাণীই তার খবর রাখে না।’ (সুরা হামীম আস-সিজদা : আয়াত ১৭) (সহীহুল বুখারি ও মুসলিম)
আর বান্দা এসব নেয়ামত তখনই লাভ করতে পারবে, যখন মহান প্রভুর বিধি-বিধান নিজেদের জীবনে প্রতিপালনের মাধ্যমে সমাজে বাস্তবায়ন করতে পারবে।
পরিশেষে বলবো,মহান আরশের মালিক আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বুঝার তাওফিক দান করুন, এবং পরকালে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।
লেখক : মোহাম্মদ মোবারক হোসাইন, (কবি, লেখক, প্রাবন্ধিক), নোয়াখালী।