ধূমকেতু নিউজ ডেস্ক : নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ পড়ার পর, চারটি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে— ১. জাহান্নামের আজাব থেকে, ২. কবরের আজাব থেকে, ৩. জন্ম-মৃত্যুর ফিতনা থেকে এবং ৪. দাজ্জালের ফিতনা থেকে। (মুসলিম ৫৮৮)
কবর ও জাহান্নামের আজাব, জীবন, মৃত্যু ও দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনার দোয়া-
اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ
উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নি আ‘ঊযু বিকা মিন ‘আযা-বিল ক্বাবরি ওয়া মিন ‘আযা-বি জাহান্নামা, ওয়া মিন ফিতনাতিল মাহ্ইয়া ওয়াল মামা-তি, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল।
ভাবানুবাদ: হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কবরের আজাব থেকে, জাহান্নামের আজাব থেকে, জীবন-মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহ দাজ্জালের ফিতনার অনিষ্টতা থেকে।
পড়ার সময়
নফল ও সুন্নত নামাজের শেষ বৈঠকে তাশাহুদের পর, দরুদ ও দোয়ায়ে মাসুরার আগে, সময় থাকলে, ইচ্ছা হলে পড়তে পারি। অভিজ্ঞ আলিমরা ফরজ নামাজে অতিরিক্ত দোয়া পড়তে নিরুৎসাহিত করেন।
নবীজি ফরজ নামাজে অতিরিক্ত কিছু পড়েননি বলেই জানি। তার মানে এই নয়, ফরজ নামাজে এই দোয়া পড়া যাবে না।