ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে কাজুবাদাম চাষ প্রদর্শণী বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশ কাজুবাদাম ও কফি গবেষনা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম রতন।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার গোপালপুর পৌরসভার কেশবপুর গ্রামের মাজহারুল ইসলাম (লিটন) এর কাজুবাদাম চাষ প্রদর্শণী পরিদর্শনে আসেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসার কর্মকর্তা আরিফুজ্জামান, উপ সহকারী কৃষি কর্মকর্তা মনোয়ারুল ইসলাম।
পরিদর্শন শেষে ওই কর্মকর্তা সন্তোষ প্রকাশ করে জানান, ‘বর্তমানে বান্দরবন সহ পাহাড়ি এলাকায় কাজুবাদামের ব্যাপক চাষ হচ্ছে। দেশে কাজুবাদামের চাহিদাও ব্যাপক, দেশে যে পরিমান কাজুবাদাম উৎপাদন হয় তা দেশের চাহিদার তুলনায় অপ্রতুল, তাই দেশের চাহিদা মেটানোর জন্য সমতলে কাজুাবদাম চাষের বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। লালপুরের আবহাওয়া কাজুবাদাম চাষের উপযোগি হওয়ায় উপজেলায় কাজুবাদাম চাষের জন্য বেছে নেয়া হয়েছে’।
কাজুবাদাম প্রদর্শণীর চাষি কেশবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম (লিটন) জানান, গত অক্টোবর মাসে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে চারা গ্রহণ করে রোপন করি। নতুন কিছু চাষ করার মানষিকতা থেকেই কাজুবাদাম চাষ শুরু করেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা।
উল্লেখ্য, পাহাড়ি এলাকার পরে সমতলে পরীক্ষা মূলক ভাবে ২০২১ সালে নাটোর জেলার লালপুর উপজেলার পাঁচ জন কৃষকের জমিতে পাঁচটি প্রদর্শণী চাষ এর মাধ্যমে কাজুবাদামের চাষ শুরু হয়েছে।