ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে ইমো প্রতারণা চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলো, ভেল্লাবাড়িয়া রামকৃষ্ণপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে তন্ময় আলী (২১), মহারাজপুর গ্রামের আশরাফ প্রামানিকের ছেলে সোহেল আলী (২২), জোতগড়ি গ্রামের আফাজ আলীর ছেলে রুহুল আমিন (২০) ও সন্তোষ সরকারের ছেলে সৌরভ কুমার সরকার (২১)।
বৃহস্পতিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বুধবার উপজেলার রামকৃষ্ণপুর গ্রামস্থ ভেল্লাবাড়িয়া মাজারের সামনে কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম “ইমো” হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ওই চার জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭টি মোবাইল সেট ও ১২ টি সিমকার্ড জব্দ করা হয়। এ বিষয়ে লালপুর থানায় মামলা করা হয়েছে।