ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুর সিটি কর্পোরেশনের পৃথক স্থানে ভিন্ন ভিন্ন ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হাইসিউকিউরিটিতে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি রয়েছে।
এছাড়া নগরীর পূবাইল থানায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী এবং কাশিমপুর, কোনাবাড়ী, টঙ্গী ও জেলা সদর থেকে পৃথক ৬ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউটি কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আবুল কালাম (৪৫) বৃহস্পতিবার সকালে বুকে ব্যথা অনুভবে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চিকিৎসার জন্য কারা কর্তৃপক্ষ গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি পাবনার আতাইকুলা থানার তেলিগ্রামের ইউসুফ আলীর ছেলে।
অপরদিকে গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকা থেকে হাসান উজ্জামান (৩৮) ও আলমীগর (২০), কোনাবাড়ী থেকে রাবেয়া বেগম (৬৫) নামে এক নারী, টঙ্গী পূর্ব থানায় নাঈম আহমেদ (২১) ও হীর আক্তার তন্বি (২০) নামের এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জেলা সদরের বাড়ীয়া এলাকায় কাশেম কাজী (৪০) নামে এক ব্যক্তি ইদুরের বিষপান করলে স্বজনরা হাসপাতালে নেয় তাকে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া পূবাইল থানার রেলগেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।