ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের শত শত শিক্ষক-শিক্ষিকা কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। করোনার কারণে প্রায় দের বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হলে আশার আলো দেখছিলেন উপজেলার অধিকাংশ প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষিকারা।
কিন্তু আবারও ওমিক্রণ ও করোনা বেড়ে যাওয়ায়র কারণে বর্তমানে বন্ধ রয়েছে এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ফলে কর্মরত শিক্ষক-শিক্ষিকারা বর্তমানে পুরোপুরি কর্মহীন হয়ে পড়েছে। আয় উপার্জন বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে পড়েছেন চরম বিপাকে।
উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের মা-বিদ্যানিকেতন এন্ড প্রি-ক্যাডেড একাডেমি প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল হালিম বলেন, আমার প্রতিষ্ঠানটি পাঙ্গাসী ইউনিয়নের মধ্যে শিক্ষার মানের দিক থেকে এখনো প্রথম স্থানে রয়েছে। এভাবে বন্ধ থাকলে এ সুনাম ধরে রাখতে পারব কিনা এ নিয়ে ভিশন টেনশনে আছি। তাছাড়া আমার প্রতিষ্ঠানে ৮ জন শিক্ষক ও ৩ জন শিক্ষিকা ও তিনশত ছাত্র-ছাত্রী রয়েছে। এসব শিক্ষক-শিক্ষিকরা সবাই মধ্যবিত্ত পরিবারের হওয়ায় অভাব-অনটনের কথা কাউকে বলতেও পারছেন না, চলতেও পারছেন না।
উপজেলার প্রি-ক্যাডেড মা-বিদ্যানিকেতনের আরবি শিক্ষক মাওলানা মোখলেছুর রহমান বলেন, বিগত সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন অনেকেই সরকারি আর্থিক সহযোগিতা পেলেও আমরা এর বাইরে। এমতাবস্থায় করোনা কালিন এই সময়ে প্রনোদনাসহ আর্থিক সহযোগিতা পেলে কিছুটা হলেও উপকৃত হবেন মা-বিদ্যানিকেতনের মতো উপজেলার প্রি-ক্যাডেড শিক্ষা প্রতিষ্ঠানগুলো।