ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাট উপজেলার সদর ইউনিয়ন উমার ইউপির দায়িত্বভার গ্রহণ করেছেন নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার। সেই সাথে ইউপি সদস্যবৃন্দরা নিজ নিজ ওয়ার্ডের দায়িত্ব কাধে নিলেন আনুষ্ঠানিক ভাবে।
বুধবার (৯ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উমার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান জনপ্রিয় আওয়ামী লীগ নেতা ওবায়দুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, পৌরসভার মেয়র আমিনুর রহমান, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদুু, সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যন সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, কাউন্সিলর আব্দুল হাকিম, প্যানেল মেয়র মেহেদী হাসান, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক শাহজাহান আলী প্রমুখ।
অনুষ্ঠানে নতুন ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার তার ইউনিয়নকে মাদকমুক্ত একটি মডেল ইউনিয়ন গঠনের দৃঢ় প্রতিশ্রæতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানের গ্রামের মুরুব্বি হাজী গনের দোয়া নিয়ে ও মহান আল্লাহর দরবারে মোনাজাতের মাধ্যমে চেয়ারম্যানের আসনে বসে দায়িত্বগ্রহণ করেন।