ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী বাজার জামে মসজিদ থেকে রামেশ্বারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে রামেস্বারগাতী বাজার পর্যন্ত রাস্তাটি পাকা না হওয়ায় চরম ভোগান্তির সিকার হতে হচ্ছে এ পথের শত শত ছাত্র-ছাত্রী তথা আশপাশের কয়েক হাজার মানুষের।
বিশেষ করে কোমলমতি শিশুরা পড়েছেন মহা বিপাকে। কোমলমতি শিশুরা এমনিতে স্কুলে না যাওয়ার নানান অজুহাত করে থাকেন। তার ওপর রাস্তাটি কাচা হওয়ায় একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় হাটু পরিমান কাঁদা আর পানি।
এদিকে রামেশ্বার গাতী গ্রামের সালাউদ্দিন হাসিনূর বলেন, অন্তত কোমলমতি ছাত্র-ছাত্রীদের কথা বিবেচনা করে উপজেলার গ্রামপঙ্গাসী বাজার জামে মসজিদ থেকে রামেশ্বারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে রামেশ্বারগাতী বাজার পর্যন্ত রাস্তাটি পাকা করা খুবই দরকার।
অপরদিকে প্রবীণ মুরব্বী আব্দুল খালেক বলেন, আমাদের এই এলাকা এখনো অবিহিলিত একটি এলাকা। রাস্তাটি পাকা না হওয়ায় চলাচলের চরম ভোগান্তির সিকার হতে হচ্ছে এ পথের কোমলমতি ছাত্র-ছাত্রী তথা জনসাধারণের। এমতাবস্থায় অত্র অঞ্চলের ছাত্র-ছাত্রী তথা সর্বসাধারণের চলাচলের কষ্টের কথা বিবেচনা করে উক্ত রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানিয়েছেন অত্র এলাকাবাসী।