ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার সান্তাহার পৌর আওয়ামী লীগের আয়োজনে জেলহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ৩ নভেম্বর সকালে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা অর্ধনির্মিত ও কালো পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুসহ চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং দোয়া করা হয়।
বিকেলে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জাহিদুর বারীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. কুদরত-ই এলাহী কাজল, আওয়ামীলীগ নেতা হুমায়ন কবির বাদশা, আশরাফুল ইসলাম মন্টু, জার্জিস আলম রতন, বীরমুক্তিযোদ্ধা আনছার আলী, নিসরুল হামিদ ফুতু, জাহিদ আহসান পিয়াল, মোশাররফ হোসেন, ফিরোজ হোসেন চন্দন, রেজাউল ইসলাম রকি, গুলজার, মুক্তারুজ্জামান প্রমূখ।