ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে অটোভ্যান চালক হাসান আলী (১৭) কে হত্যা করে ভ্যান ছিনতাই মামলায় একদিনের মধ্যেই হত্যা রহস্য উদঘাটন ও হত্যাকান্ডের সাথে জড়িত থাকার দায়ে দুজনকে আটক করেছে থানা পুলিশ।
আটকৃতরা হলো, উপজেলার সফাপুর ইউনিয়নের সফাপুর পূর্বপাড়া গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে এখলাছ হোসেন (২১) ও হাতুড় ইউনিয়নের বনগ্রাম হটাৎপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ময়নুল ইসলাম (৩০)।
মামলা সূত্রে জানায়, গত শনিবার সন্ধ্যায় হাসান আলী তার অটোচার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন সকালে হাতুড় ইউনিয়নের গোফানগর শাবইল মোড়ে একটি ধান ক্ষেতের মধ্যে তার লাশ পাওয়া যায়। এ ব্যাপারে নিহতের বাবা আহাদ আলী বাদী হয়ে রোববার মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মহাদেবপুর থানর অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ জানান, নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএমের সার্বিক তত্ত¡াবধানে ও নির্দেশনায় মহাদেবপুর থানার একটি তদন্ত দল মামলাটির তদন্ত শুরু করেন। তদন্তদল জানতে পারে যে, রোববার দুপুরে ছাতুনতলী হাটে রক্তমাখা একটি চার্জার ভ্যান দেখা গেছে। তদন্তদল সাথে সাথে সেখানে উপস্থিত হয়ে রক্তমাখা চার্জার ভ্যানটি জব্দ করেন ও এর চালক ময়নুল ইসলামকে আটক করেন।
তিনি আরও জানান, আটককৃত ময়নুলের কাছে পুলিশ জানতে পারে যে, এখলাছ হোসেন তাকে ভ্যানটি বিক্রি করার জন্য দিয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ঐদিন সন্ধ্যায় মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের মদনচক গ্রাম থেকে এখলাছকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে এখলাছ চার্জার ভ্যান চালক হাসান আলীকে হত্যার কথা স্বীকার করে।
সে জানায়, তার একজন সহযোগীসহ চার্জার ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই ভাড়া নিয়ে সাবইল মোড়ে নির্জন এলাকায় গিয়ে হাসান আলীকে পিছন থেকে ছুড়ি দিয়ে গলা কেটে হত্যা করে তার মৃতদেহ রাস্তার পাশে ফেলে রেখে ভ্যান নিয়ে পালিয়ে যায়।