ধুমকেতু নিউজ ডেস্ক : শুক্রবার রাত সাড়ে ৯টায় দৈনিক গৌড়বাংলার বার্তা সম্পাদক সাজ্জিদ তৌহিদ ছিনতাইকারিদের কবলে পড়ে ১টি টিভিএস মেট্রোপ্লাস লাল রংগের ১১০ সিসির মোটর সাইকেলসহ তার খোয়া গেছে ২টি মোবাইল ফোন। মোটর সাইকেলের রেজি নং চাঁপাইনবাবগঞ্জ-হ ১২-৪৯৯০।
ঘটনাটি ঘটেছে আমনুরা-চাঁপাইনবাবগঞ্জ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে মনা মনি নার্সারীর পাশে। সাজ্জিদ তৌহিদ ওই দিন পত্রিকা অফিসের কাজ শেষ করে রাত ৯ টায় অফিস থেকে বের হয়। এর পর মনা মনি নার্সারীর পাশে এসে পৌছিলে একদল ছিন্তায় কারী তাকে পথ রোধ করে পাশে একটি ডাকাত পুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে তাকে হাত পা ও মুখ বেধে ফেলে। প্রথমে তার মাথায় আঘাত করলে আঘাতটি তার হেলমেটে লেগে যায় ফলে সে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেচে যায়। ঘটনার পরে সে কৌশলে হাত পায়ের বাধন খুলতে সক্ষম হন। এবং মনা মনি নার্সারীর কেয়ার টেকারের কাছে আশ্রয় নিয়ে নিজ পরিবার ও সহকর্মীদের বিষয়টি অবহিত করলে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ ও আমনুরা পুলিশ ফাড়ির ইনচার্জ ঘটনাস্থলে উপস্থিত হয়।
এখবর পেয়ে ঘটনাস্থল থেকে নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, নাচোল উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব নুরুল ইসলাম বাবু ও সাংবাদিক মনিরুল ইসলাম সাজ্জিদ তৌহিদকে উদ্ধার করে রাত সাড়ে ১২ টায় তার নিজ বাসায় পৌছে দেন। এ বিষয়ে সাজ্জিদ তৌহিদ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।