ধূমকেতু নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদার কুড়ুলগাছি গ্রামে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় মোমেনা খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা স্বামী আহত হয়েছেন।
এছাড়া রুদ্রনগর গ্রামে ঝড়ের কবলে পড়ে আশ্রয় নেয়া দোকানের প্রাচীর ভেঙে আরও চারজন আহতের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ও রুদ্রনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন কুড়ুলগাছি গ্রামের আমিনুল হকের স্ত্রী।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড়ের সময় কুড়ুলগাছি গ্রামে মোমেনা খাতুন ও তার স্বামী টিনের তৈরি ছাপরা ঘরে বসে ছিলেন। ঝড়ের এক পর্যায়ে বাড়ির পাশের একটি বড় লিচু গাছ ভেঙে তাদের ঘরের চালের ওপর পড়ে। এ সময় লিচু গাছসহ ঘরের চালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোমেনা খাতুনের মৃত্যু হয়। এসময় তার স্বামী আমিনুল হক আহত হন।
অন্যদিকে, রুদ্রনগর গ্রামে তারাবির নামাজ শেষে ঝড়ের কবলে পড়ে চারজন মুসল্লি রুদ্রনগর গ্রামের স্কুলপাড়ার বকুলের ওষুধের দোকানে আশ্রয় নেন। এসময় প্রচণ্ড বাতাসে দোকানের প্রাচীর ভেঙে চারজনের ওপর পড়ে। আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুর কবীর বলেন, ঝড়ের সময় টিনের চালের ওপর গাছ পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার স্বামীও গুরুতর আহত হয়েছে।