ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুর রহমান সংবাদ সম্মেলন করেছেন। তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে উপজেলাস্থ্য রবি শাহ মার্কেটের ভিতরে তিনি এই সংবাদ সম্মেলন করেন। এসময় অত্র ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান জাহিদুর রহমান লিখিত বক্তব্যে জানান, গত ১২এপ্রিল বেশ কয়েকটি পত্রিকা এবং অনলাইন নিউজ পোটালে “পারইল ইউপি চেয়ার্যানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়” শিরোনামে মিথ্যে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদে গনটিকা দানের টাকা আত্মসাৎ সহ নানান অসত্য কথা তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, গনটিকা দানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতি চেয়ারম্যানদের ৩৫ হাজার টাকা বরাদ্দ দেন। কর্মসূচী অনুযায়ী অত্র ইউনিয়নের মধ্যে তিনটি ভেন্যুতে প্যান্ডেল করেস্ব-স্ব ইউপি সদস্য, গ্রামপুলিশদের খাবারের টাকা প্রদান করা হয় এবং রাত সাড়ে ১০টা থেকে তিনটি ভেন্যুতেই বাউল সঙ্গীত পরিবেশন করা হয়। যাহা উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিআরডিবি কর্মকর্তা সরেজমিন উপভোগ করেন। এখানে গন টিকাদানের টাকা আত্মসাৎ করার কোন সুযোগ নেই।
জন্ম নিবন্ধণের বিষয় তুলে ধরে বলেন, পরিষদের সচিব সরকারী বিধি মোতাবেক ফি আদায় করে জন্ম নিবন্ধন সনদ প্রদান করে থাকেন। যাহা অত্র ইউনিয়নে প্রশংসিত।
তিনি আরও বলেন, পরিষদে যে কোন মিটিং করলে পুরুষ ও মহিলা সদস্যদের সাথে আলোচনা করে এবং নোটিশের মাধ্যমে সভা আহ্বান করা হয়। এখানে রাজনৈতিক কোন কর্মকান্ড পরিচালনা করা হয়না। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।