ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারের সড়কগুলোসহ গ্রামের সড়ক গুলোতে বেপরোয়া গতিতে চলছে মাটি বহনকারি ট্রাক ও মোটরসাইকেল।
বিশেষ করে উঠতি বয়সি তরুনরা বেপরোয়া ভাবে চালাচ্ছেন ভুংভাং মোটরসাইকেল। এ যেনো তরুনদের বোঝানোড় কেউ নেই। এখনি সচেতন হতে হবে আমাদের অভিভাবকদের। এভাবে চলতে থাকলে ঘটতে পারে বড় ধরনের কোনো দূর্ঘটনা।
এলাকাবাসী জানান, উপজেলার বিভিন্নস্থানে মাঝে মধ্যেই শোনা যায় দুর্ঘটনার খবর। বিশেষ করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালনার জন্য।
এদিকে উপজেলার হাটপাঙ্গাসী এলাকার বেশ কয়েকজ মুরব্বি জানান, বিকেল হলেই শুরু হয় বেপরোয়া মোটরসাইকেল চলাচল। পাশাপাশি মাটি বহনকারি ট্রাকগুলোও থেমে নেই। চালকদের বেশির ভাগ বয়স ১৫ থেকে ২৫ বছরের মধ্যে। এ ব্যাপারে অভিভাবকদের এখনি সচেতন হওয়ার তাগিদ দেন উপজেলার সচেতন অভিভাবকরা।