ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগরে চার মাসের অন্তঃসত্ত্বা ভাইয়ের স্ত্রী পেটে লাথি দিয়ে গর্ভপাত ঘটানোর অভিযোগে ভাসুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সুজানগর থানার ওসি আব্দুল হাননান জানান, ওই নারীর স্বামী আবুল কালাম আজাদের দায়ের করা মামলায় মঙ্গলবার অভিযান চালিয়ে ভাসুর বেলাল বিশ্বাসকে (৪৮) গ্রেপ্তার করা হয়। সে উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রাম এলাকার বিনি বিশ্বাসের ছেলে।
মামলার এজাহার থেকে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে গত শনিবার চাচাতো ভাই আবুল কালাম আজাদের চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে গর্ভপাত ঘটায় ভাসুর বেলাল বিশ্বাস। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে সুজানগর হাসপাতালে ভর্তি করে। পরে গত সোমবার থানায় মামলা হলে মঙ্গলবার অভিযান চালিয়ে অভিযুক্ত আসামী বেলাল বিশ্বাসকে গ্রেপ্তার করে সুজানগর থানা পুলিশ।