ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক্টর চাপায় আজিজ (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুন) সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের শেখপাড়া ডিসি মোড়ে এ দূর্ঘটনা ঘটে। ওই স্কুল ছাত্র আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। সে রোকনপুর গ্রামের নাইমুল হক মাস্টারের ছেলে।
গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, সে বাড়ি থেকে তার বাবা সাথে মোটরসাইকেল যোগে স্কুল আসার সময় শেখপাড়া ডিসির মোড় নামক স্থানে একটি ট্রাক্টরের সাথে ধাক্কায় সে গুরুত্বর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ঘাতক ট্রাক্টরটি স্থানীয়রা আটক করলেও চালক পলাতক রয়েছে।