ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় স্বেচ্ছাসেবী সংগঠন নজিপুর ফ্রেন্ডস ক্লাব এর ১২৩ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করে ক্লাবের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) বিকেল ৫টায় মুগ্ধ স্কয়ার কমিউনিটি সেন্টারে ক্লাবের উদ্বোধন করেন, ক্লাবের প্রধান উপদেষ্টা শহিদুল আলম বেন্টু।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু শাহারিয়ার সিদ্দিকী শান্ত, সাধারণ সম্পাদক সম্রাট কুমার, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন পারভেজ, নজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মাসুদ রানা, সাংবাদিক সবুজ, সাংবাদিক রিফাত প্রমুখ।
আগামী ৩ বছরের জন্য পূর্নাঙ্গ কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে পরিচালনা উদ্দেশ্যে পথচলা শুরু করে
সংগঠনটির প্রধান উপদেষ্টা শহিদুল আলম বেন্টু জানান, সংগঠনটি নিজের মনে করে অনেক দূর এগিয়ে নিতে হবে। সকলে সক্রিয়ভাবে কাজ করলে পত্নীতলায় স্বনামধন্য একটি সেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচিত লাভ করবে।
রক্তদান কর্মসূচী, সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাড়ানো, সাহিত্য ও ক্রীড়া প্রতিযোগিতায় উৎসাহ প্রদান, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে কাজ করবে।