ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ক্লিনিকের ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট আসমা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আল ইমরান খান ও ডাঃ মাহবুবুর রহমান। ভ্রাম্যমান আদালত জননী ক্লিনিক, থ্রি ষ্টার ক্লিনিক, খালেদা ক্লিনিক ও আলফা ক্লিনিকে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে ক্লিনিকে ডিউটি ডাক্তার না থাকা, ক্লিনিকের পরিবেশ অগোছালো, প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকা, ক্রুটিপূর্ণ যন্ত্রপাতি থাকাসহ সেবাগ্রহিতার জীবন বিপন্ন হয় এমন কার্যক্রমের কারণে লিচু বাগানে অবস্থিত জননী ক্লিনিকের মালিক এস এস আতিকুর রহমান মনুর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে হাসপাতাল রোডে অবস্থিত থ্রি ষ্টার ক্লিনিকের মালিক সাজ্জাদ হোসেনের ৫০ হাজার টাকা, খালেদা ক্লিনিকের মালিক ফয়জুল ইসলামের ৪০ হাজার টাকা ও আলফা ক্লিনিকের মালিক মোঃ আনোয়ার হোসেন মন্ডলের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।