ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার পূর্ব প্রস্তুতি উপলক্ষে প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তারসহ অন্যান্য কর্মকর্তা।
ব্রিফিংয়ে সংশ্লিষ্ঠরা জানান, মুজিবশত বর্ষ উপলক্ষে আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নওগাঁর রাণীনগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। ওই দিন উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তারা বলছেন, তিন ধাপে এই উপজেলায় মোট ১৭৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ন প্রকল্পের আওতায় জায়গাসহ ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।