ধূমকেতু প্রতিবেদক, বেলকুচি : সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার চালা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জানু মোল্লা শনিবার রাত সাড়ে ১২ টায় তার নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন।
শনিবার (২৩ জুলাই) বাদ জোহর পর বেলকুচি উপজেলা চত্বরে রাষ্ট্রীয় ভাবে শ্রদ্ধা নিবেদনের পরে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজের পূর্বে বীর মুক্তিযোদ্ধা মরহুম জানু মোল্লার কৃতকর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও বেলকুচি উপজেলা প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জানু মোল্লার মরদেহ দাফনের আগে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন ও ফুল দিয়ে সন্মান জানায়। পরে চালা গোরস্থানে তাকে সমাহিত করা হয়।
জানাযা নামাজে অংশ গ্ৰহণ করেন বেলকুচি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীর মানুষ। তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। জানু মোল্লা ছেলে, মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।