ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারা দেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ’২২ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) বেলা ১১টায় “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বংলাদেশ”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী রেজা শামীমের সভাপতিত্বে উপজেলায় কর্মরত সাংবাদিকগণের সাথে মৎস্য কর্মকর্তা ও উপজেলা মৎস্য সম্পসারণ কর্মকর্তা অন্তরা ইয়াশমীনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ, জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী ইউসুফ আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ, একাডেমিক সুপারভাইজার ওয়ালিউল্লাহ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী রেজা শামীম সপ্তাহব্যাপি কর্মসূচির বিবরণ দেন।
তিনি জানান, ২৩ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ’২২ উপলক্ষে সাংবাদিগণের সাথে মতবিনিময় ও ব্যাপক প্রচারণা, ২৪ জুলাই পোনামাছ অবমুক্তকরণ, ব্যানার ফেস্টুনসহযোগে র্যালী, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, সফল মৎস্যচাষীদেরকে পুরস্কার প্রদান, ২৫ জুলাই বেলা ১১টায় প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, ২৬ জুলাই অবৈধ জালের বিরুদ্ধেমোবাই কোর্ট পরিচালনা, ২৭ জুলাই মৎস্যচাষীদের বিশেষ পরামর্শ প্রদান, পুকুরের পানি ও মাটি পরীক্ষাকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২৮ জুলাই মাছচাষীদের মাঝে উপকরণ বিতরণ, ও ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ/’২২ এর মূল্যায়ন ও সমাপনি অনুষ্ঠান পরিবেশিত হবে।