ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস)’র কেন্দ্রীয় কর্মস‚চির অংশ হিসাবে নিজেদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে ধামইরহাট উপজেলায় কর্মরত ৩য় শ্রেণির কালেক্টরেট সহকারীরা প‚র্ণদিবস কর্মবিরতী পালন করেছেন। গত রোববার থেকে তারা এ কর্মবিরতি কর্মসূচি পালন শুরু করেছে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত পরবর্তী নির্দেশনা না পাওয়া কর্মবিরতি চলবে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিসে তাদের দাবী দাওয়া নিয়ে বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা ভূমি অফিসের সায়রাত সহকারী মেহেদী হাসান, সার্টির্ফিকেট সহকারী আব্দুর রউফ, মিউটেশন সহকারী সোহেল রানা, নাজিম কাম ক্যাশিয়ার মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এসময় সেবা নিতে আসা সেবা প্রত্যাশীরা সেবা না পেয়ে ভারাক্রান্ত মনে বাড়ি ফিরে যান।
এসময় সেবা নিতে আসা ইউপি সদস্য মিজানুর রহমান আক্ষেপ করে বলেন, ‘জমির খাজনা খারিজের জন্য এসেছিলাম, কর্মবিরতি দেখে ফিরে যেতে হচ্ছে, জানিনা কবে এ দুর্ভোগ শেষ হবে।’
কর্মবিতরতিতে অংশগ্রহণকারীরা তাদের সকল দাবি পুরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।