ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় দূর্গামন্দির স্বেচ্ছাসেবকদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী নিজ উদ্যেগে দূর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে ১৮০টি টি-শার্ট বিতরণ করেছেন।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপির নির্দেশনায় তিনি উপজেলার ১৮টি দুর্গা মন্ডপের প্রতিনিধিদের হাতে ১০টি করে টি-শার্ট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, আওয়ামীলীগ সহসভাপতি সুদেব শাহাসহ বিভিন্ন দূর্গামন্দিরের সভাপতি ও সম্পাদক।