ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে চারজন জুয়ারীসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের রোববার (১৩ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, জুয়া খেলা হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধায় উপজেলার বড়গাছা ইউনিয়নের আকনা হাটখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় জুয়ার আসর থেকে রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের আক্কাছ আলীর ছেলে সানোয়ার হোসেন (৫১), মছির আলীর ছেলে সালাম আকন্দ (৫৮), আত্রাই উপজেলার সাহেব গঞ্জ এলাকার আক্কাছ আলীর ছেলে রহিদুল ইসলাম (৪৮) ও একই এলাকার আজাহার আলীর ছেলে বাবলু শেখ (৫৫) কে আটক করা হয়।
তিনি আরও বলেন, জুয়ার আসর থেকে নগদ ৫ হাজার ৩৬০টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া একই রাতে আদালতের পরোয়াভুক্ত আতাইকুলা গ্রামের মোজাম্মেলের ছেলে সাগর ও খট্রেশ্বর গ্রামের আজিজার রহমানের ছেলে মাসুদ রানা বুলেটকে গ্রেপ্তার করা হয়।