ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের বিভিন্ন এলাকা থেকে কালের বিবর্তনে প্রায় হারিয়ে যেতে বসেছে সে সময়ের গ্রামবাংলার অতি পরিচিত এবং বসবাস করার একমাত্র সম্বল মাটির ঘর। বলা চলে সে সময় ছিল মাটির ঘরই একমাত্র ভরসা। ঠান্ডা গরম সব রকমের সুবিধা রয়েছে গরিবের এ মাটির ঘরে।
অবশ্য তখনকার সময়ের ধনাট্যব্যাক্তারিরা অনেক অর্থ ব্যয় করে তৈরি করতেন মনের তো সাজানো বাড়িও। যা আজও কালের সাক্ষি হিসেবে রেখে দিয়েছেন উপজেলার অনেক যায়গায়। বিশেষ করে ধূপিল, সোনাখারা, নিমগাছী ও তারাশ এলাকায়।
খোজ নিয়ে জানা যায়, উপজেলার বিভিন্ন গ্রামের মানুষের কাছে মাটির ঘর এক সময় ঐতিহ্যের পতীক ছিল। কিন্তু কালের বিবর্তনে প্রায় হারিয়ে যেতে বসেছে সে সময়কার মানুষের অতি প্রয়োজনীয় মাটির ঘর। জানা মতে নিজেরাই তৈরি করতেন ছোট-খাটো এসব মাটির ঘর। আর দোচালা অথবা বড় ঘর তৈরি করতে সরনাপন্ন হতে হতো ভাল কোনো কারিগরের কাছে। মাটির ঘর তৈরিতে লাগতো এটেল বা আঠালো মাটি। এই মাটি দিয়েই বিভিন্ন কায়দায় বানানো হতো মাটির ঘর। ইট, বালু ও সিমেন্ট দ্বারা তৈরি করা হচ্ছে বড় বড় বিল্ডিং। ফলে দিন দিন বিলুপ্তির পথে গ্রামবাংলার অতি পরিচিত মাটির ঘর। বর্তমান সময়ে মাটির ঘর তৈরিতে তেমন আগ্রহ নেই কারো।
উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের হাফেজ রফিকুল ইসলাম বলেন, মাটির ঘর টিনের ঘর থেকে অনেক ভালো। আর তাছাড়া আমার জানা মতে, মাটির ঘর পরিবেশ বান্ধব। মাটির ঘর সৌন্দর্য ঘেরা এবং আরামদায়ক হওয়ায় আমার কাছে বেশ ভালোই লাগতো। নতুন প্রজন্মকে জানান দিতে ঐতিহ্যের এসব নিদর্শন ধরে রাখা উচিৎ বলে মনে করেন উপজেলার বেশ কয়েকজন প্রবীণ ব্যাক্তি।