ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রামে এবার এক টাকায় চিকিৎসা সেবা পাবেন রোগীরা। এ লক্ষ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশন কার্যক্রম শুরু করেছে। এক টাকার আহারের পর সুবিধাবঞ্চিত মানুষকে এক টাকায় চিকিৎসা দিতে চলেছে সংগঠনটি।
শুক্রবার নগরীর পাহাড়তলী থানার সাগরিকা রোডের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক ভবনে বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতাল নামে ৫০ শয্যার হাসপাতালের উদ্বোধন করা হয়। আয়োজকরা বলছেন, দাতব্য এ চিকিৎসা কেন্দ্র থেকে প্রতি মাসে অন্তত ১০ হাজার রোগীকে সেবা দেয়া সম্ভব হবে।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন- এ দেশের অনেকের মধ্যে এখন অর্থনৈতিক সচ্ছলতা এসেছে। আর্থিক সক্ষমতা এসেছে এমন যারা আছেন তারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে এই বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করা সম্ভব। বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতাল রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। সরকারি সুবিধাপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান নয়। তাই স্বাবলম্বীরা যদি এগিয়ে আসেন তাহলে এ প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজের অসহায় ও দরিদ্র জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব।
বিদ্যানন্দের পরামর্শক জুলহাস আলমের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর একেএম তোফাজ্জল হক ও চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
৫০ শয্যার এ হাসপাতালে রয়েছে ২১ শয্যার জেনারেল, ১২ শয্যার জরুরি, ১৬ শয্যার কোভিড ওয়ার্ড এবং ১ শয্যার ডেন্টাল ইউনিট। দেশের প্রান্তিক জনপদে সেবা দিতে রয়েছে টেলিমেডিসিন সার্ভিস। এর আগে করোনাকালীন জরুরি চিকিৎসা সেবায় নগরীর পতেঙ্গা এলাকায় ১০০ শয্যার ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়।