ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অ্যাডভোকেট আব্দুল বাকীর সভাপতিত্বে মঙ্গলবার (১০ জানুয়ারী) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত জেলা অ্যাডভোকেট বার এসোসিয়েশনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আগামী ৩১ জানুয়ারী ২০২৩ নওগাঁ জেলা অ্যাডভোকেট বার এসোসিয়েশনের কার্যকরী কমিটির নির্বাচনে প্রার্থী মনোনীত বিষয়ে আলোচনা হয়।
আলোচনায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সমর্থিত প্যানেলে অ্যাডভোকেট খোদাদাদ খান পিটুকে সভাপতি পদে, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিরোজ, সাধারণ সম্পাদক পদে ও সহ সাধারণ সম্পাদক (প্রশাসন) পদে ১ জন, সহ সাধারণ সম্পাদক (লাইব্রেরী) পদে ১ জন, সহ সম্পাদক (আপ্যায়ন) পদে ১ জন এবং সদস্য পদে ৮ জন প্রার্থীদের মনোনীত করেন।
সভায় উপস্থিত ছিলেন, জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিরোজ, অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন, অ্যাডভোকেট ময়েন উদ্দিন, অ্যাডভোকেট কাজী হাসানুজ্জামান হাসান প্রমুখ।