ধূমকেতু প্রতিবেদক, নাটোর : জেলায় অধিগ্রহনকৃত জমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারী) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
অধিগ্রহনকৃত এসব জমিতে নাটোর শহরের সড়ক প্রশস্তকরণ, সিংড়া উপজেলায় হাইটেক পার্ক এবং গুরুদাসপুর উপজেলায় একটি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন নির্মাণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুর আহমেদ মাছুম এবং অধিগ্রহণকৃত জমির মালিকগণ।
জেলা প্রশাসনের ভ‚মি অধিগ্রহণ কর্মকর্তা শামীমা আক্তার জাহান জানান, ৩০ ব্যক্তির মাঝে মোট দুই কোটি ৫০ লাখ ২৫৬ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।