ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুরে : নওগাঁর মহাদেবপুরে উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সন্ধ্যায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এস. এম রেজাউন নবী আনছারী বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ্যাডভোকেট খোদাদাদ খান পিন্টু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়।
উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক খোন্দকার আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স. ম জাহাঙ্গীর আলম তোতা, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য নওসাদ আলী বেপারী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমুখ।