ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর উপহার স্বরূপ পাঠানো শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) সকালে আক্কেলপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এসব কম্বল বিরতণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নবীবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক, থানার (ওসি তদন্ত) আব্দুল মালেকসহ আক্কেলপুর থানা পুলিশের সকল অফিসারসহ কর্মকর্তাবৃন্দ।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, উত্তরাঞ্চলে দিনদিন তীব্র শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় শীতার্ত মানুষের কথা ভেবে জয়পুরহাট জেলা পুলিশের উদ্যোগে ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম পাঁচটি উপজেলার ন্যায় আক্কেলপুর উপজেলাতেও ১ এক হাজার শীতবস্ত্র কম্বল উপহার হিসেবে পাঠিয়েছেন।
ওসি আরও বলেন পুলিশ সুপারের পাঠানো কম্বল গুলো আক্কেলপুর উপজেলার শীতার্ত বীর মুক্তিযোদ্ধা, হতদরিদ্র, ছিন্নমূল, অসহায়, নৃতাত্ত্বিক, নৈশ্যপ্রহরী,গ্রাম পুলিশ ও গুচ্ছ গ্রামসহ উপজেলার বিভিন্ন স্থানে আক্কেলপুর থানা পুলিশের মাধ্যমে স্থানীয় প্রতিনিধিদের সাথে নিয়ে সেইসব কম্বল গুলো বিতরণ করা হয়েছে।