ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : রহনপুর পৌরসভা নবনির্মিত ভবনের “সেফটিক ট্যাঙ্কের ঢাকনায় রডের বদলে বাঁশের ব্যবহার” শিরোনামে সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রচারিত হাওয়ায় ঘটনাটির ব্যাখ্যা দিয়েছেন রহনপুর পৌর মেয়র তারিক আহমেদ।
সোমবার বিকেলে রহনপুর পৌরভবন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এর ব্যাখ্যা প্রদান করেন তিনি।
তিনি বলেন, সেফটি ট্যাঙ্কের ঢাকনা লাগাতে সাপটিং হিসেবে বাঁশের বাতা ব্যবহার করে ঠিকাদারের লোকজন। যেহেতু এটি অস্থায়ী সেখানে রড ব্যবহারের কোন সুযোগ নাই। যা পরবর্তীতে একটি কুচক্রী মহল বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঁশের ছবি ছড়িয়ে দেওয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিকট ছবি সরবরাহ করে।
তিনি আরও বলেন, রহনপুর পৌরসভাসহ আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি মহল মিথ্যা প্রচারণা চালিয়ে আসছে। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সাংবাদিক, পৌর কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।