ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : ‘বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহের অঙ্গীকার এন্টিবায়োটিক ও অন্যান্য জীবাণুরোধী ওষুধের সতর্ক ব্যবহার’, এই স্লোগান নিয়ে নওগাঁয় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালন করা হয়েছে।
মঙ্গরবার দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: আবুল কালাম আজাদ, মেডিকেল অফিসার ডা: ইয়াছমিন আক্তার, ডা: দিলরুবা আখতার, স্বাস্থ্য পরিদর্শক এসএম সহিদুল আলম, সহ স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আলী প্রমুখ।
বক্তরা বলেন, ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক গ্রহন না করার ওপর জনসচেতনতা সৃষ্টির জন্য বিস্তারিত আলোচনা করেন।