ধূমকেতু প্রতিবেদক, নোয়াখালী : সুবর্ণচরে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৮ টার দিকে চরজব্বার থানার সভাকক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজ সুবর্ণচর প্রতিনিধি লিটন চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন, সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবুল বাসার, যায়যায়দিন পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি আব্দুল বারী বাবলু, চ্যানেল এস টিভির প্রতিনিধি ইমাম উদ্দিন সুমন, দৈনিক বাংলার জাগরণ পত্রিকার প্রতিনিধি মোজাহিদুল ইসলাম সোহেল, খোলা কাগজ প্রতিনিধি আব্দুল কাইয়ুম, সাম্প্রতিক দেশকাল প্রতিনিধি আরিফুর রহমান, মানবজমিন প্রতিনিধি সানা উল্যাহ, নয়াদিগন্ত প্রতিনিধি আরিফ সবুজ, দৈনিক অগ্রসর প্রতিনিধি ইউনুছ শিকদার, সাংবাদিক ইব্রাহিম খলিল, ঠাকুর চন্দ্র দাস, কামাল, সাইফুল ইসলাম রাসেলসহ, সমাজসেবক মঞ্জুর আলমসহ স্থানীয় সংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজের অন্যায় অপরাধ কমে যাবে, চলমান পরিস্থিতিতে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক সন্ত্রাস ও বাল্যবিবাহ রুখতে পুলিশ প্রশাসন এবং গনমাধ্যম কর্মিদের আন্তরিক হতে হবে, তবেই সুন্দর সমাজ গড়া সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন চরজব্বার থানার (ওসি তদন্ত) ইব্রাহিম খলিল।