ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে সোনার বাংলা সংগীত নিকেতনের উদ্যোগে ও উপজেলা প্রেস ক্লাবের সহযোগিতায় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহি আলতাদিঘী জাতীয় উদ্যানে ব্যাপক উৎসব ও উদ্দীপনায় দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনের শুরু আলতাদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক সামসুল আলমের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে সোনার বাংলা সংগীত নিকেতনের আহŸায়ক এম এ মালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা।
এসময় উপস্থিত ছিলেন, প্রধান আব্দুর রহমান, প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, এ্যাডভোকেট খুরশিদুল আলম খসরু, এ্যাডভোকেট আইয়ুব হোসেন, সোনার বাংলা সংগীত নিতেকনের পরিচালক জিল্লুর রহমান, প্রধান সংগীত প্রশিক্ষক আজাদ রহমান, সংগীত প্রশিক্ষক মাস্টার বিমল চন্দ্র মাহাতো, লুৎফর রহমান, নুরুল হুদা, সহকারী সংগীত প্রশিক্ষক মেহেদী মাসুদ জুয়েল, রবিউল ইসলাম জিয়া, লালনর্শিল্পী রুহুল আমিন, প্রধান তবলচি সন্তোষ কুমার পাল, তবলচি সুনিল বাস্কে, শিশু শিল্পী মানসী রানী, র্শিল্পী হাবিবুর রহমান, শাজাহান, আবু সাইদ শাকিল, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, মোতারফ হোসেন মুকুল, সাংবাদিক পাস্কায়েল হেমরম, শামীম রেজা, আব্দুল্লাহেল বাকী, সাইফুল ইসলাম, জাহিদ হাসান, মেহেদী হাসান উজ্জল, রাসেল মাহমুদ, তাওসিফ ইসলাম, ইমতিয়াজ আহমেদ প্রমুখ।
পরে সংগীত পরিবেশন করেন সোনার বাংলা সংগীত নিকেতনের শিল্পীবৃন্দ।