ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।
বক্তব্য রাখেন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আব্দুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্গজ কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ পারভেজ, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম সহ অন্যরা।
পরে বিভিন্ন দপ্তরের কার্যক্রমের ভিডিও প্রদর্শন করা হয়।