ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮নং পাঙ্গাসী ইউনিয়নের হাটপাঙ্গাসী বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারের সবচাইতে গুরুত্বপূর্ণ ঔষধ পট্টি এলাকায় যেতে রাস্তার মাঝখানে একটি বিদ্যুতের খুঁটি রয়েছে।
এতে করে অসুস্থ রোগী ও বিভিন্ন ধরণের যানবাহন চলাচলে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এটি নিয়ে বছরের পর বছর চরম দূর্ভোগ পোহাচ্ছেন এ পথে চলাচলকারীরা।
স্থানীয়রা জানান, ঘনবসতিপূর্ণ হাটপাঙ্গাসী বাজার এলাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে থাকে।
বাজারের বেশ কয়েকজন কাঁচামাল ব্যাবসায়ী বলেন, প্রতিদিন দূর-দূরান্ত থেকে ট্রাকে করে বিভিন্ন ধরনের কাঁচামাল পণ্য নিয়ে এই রাস্তা দিয়ে চলতে গিয়ে ধাক্কা লেগে যায়। বিশেষ করে রাত্রী বেলায়। এমতাবস্থা বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই বিদ্যুতের খুঁটিটি সরানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।