ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলায় বিপুল পরিমাণ মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছে মাদক ব্যবসায়ী জেকের আলী।
গত ২৩ শে জুলাই রোববার সন্ধ্যার দিকে উপজেলার কেশরহাট পৌর সভার হরিদাগাছি গ্রামের মৃত আনসার সোনারের ছেলে জেকের আলী (৪৯)কে তার নিজ গ্রাম থেকে আটক করেন থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হরিদাগাছি গ্রামে দেশীয় চোলাইমদ তৈরী ও বিক্রি করা হচ্ছে। এমন খবর পেয়ে ওসি হরিদাস মন্ডলের নের্তৃত্বে এসআই ইব্রাহিম খলিলুল্লাহ, সাখাওয়াত হোসেন, এ এসআই জোবায়েরসহ সঙ্গীয় অফিসার ফোর্স সেখানে অভিযান চালায়। সে সময় ৬৫০ লিটার চোলাইমদ সহ জেকের আলীকে হাতেনাতে আটক করে পুলিশ।
থানার ওসি হরিদাস মন্ডল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেকের আলী পুলিশকে জানায় দীর্ঘদিন ধরে দেশীয় চোলাইমদ অবৈধ ভাবে উৎপাদন করে, মোহনপুর থানাসহ জেলার বিভিন্ন স্হানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। তার নামে মোহনপুর থানার ১৪ টি ও বাগমারা থানায় ১টি মামলা রয়েছে। এ বিষয়ে জেকের আলীর বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।