ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রাজগঞ্জের বিভিন্ন হাট-বাজারে শাক-শবজিসহ নিত্যপণ্যের দাম দিন দিন বেড়েই চলছে। ফলে সংসারের চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তসহ সাধারণ মানুষের। প্রতিদিনই কোনো না কোনো পণ্যর দাম বাড়ছেই।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) উপজেলার কয়েকটি বাজার ঘুরে জানা যায়, দেশী পিয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়। কাচা মরিচ ২০০ টাকা, রসুন ২৫০ টাকা, আদা ২৬০ টাকা, আটা ৬০ টাকা, চিনি ১৩০ থেকে ১৪০ টাকা।
এছাড়াও এক হালি ডিমের দাম বিক্রি করা হচ্ছে ৫০ টাকায়। আর সিদ্ধ ডিম বিক্রি হচ্ছে ৬০ টাকায়। তাছাড়া দেশী আলু ৫০ টাকা, করলা ৮০ টাকা, লাউ এক পিচ ৩০ থেকে ৪০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, শুকানো মরিচ ৪৬০ টাকা, পাঙ্গাশ মাছ ২০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
এতো দামে বাজার করতে করতে আর কুলাইতে পারছেন না নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষগুলো। এভাবে দিন দিন বাড়তে থাকলে ভীষণ বেকায়দা পড়বেন বলে মনে করছেন উপজেলার নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো।