ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সাথে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মওলা মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সেবা গ্রহীতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।
এতে সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার। এসময় জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়নে পরামর্শ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়যারম্যান কাজীবুল ইসলাম ও মমতাজ বেগম, থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
আরও উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।