ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, এক মিনিট নিরবতা পালন, কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিক।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ শেখ, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান গামা, সহ সভাপতি অনুপ কুমার মহন্ত, প্রভাষক আবুল কালাম আজাদ ও আইয়ুব আলী।
এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক রাজেন্দ্রনাথ দাস, মহিলা বিষয়ক সম্পাদক বিউটি রানী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার মহন্ত।
আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওসাদ আলী, যুব মহিলা লীগের সভাপতি মাহবুবা সিদ্দিকা রুমা, সাধারণ সম্পাদক মোমেনা খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোজাদ্দীদ আল হাবীব মারুফ, সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।