ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে জন্ম ও মৃত্যু নিবন্ধণ দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে বৈরী আবহাওয়ার কারণে সংক্ষিপ্ত র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশিদ, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার গোলাম রব্বানী।
আরও বক্তব্য রাখেন, উপ সহকারি প্রকৌশলী মিলন কুমার, এস আই মোকাররম, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, এটিএম বদিউল আলম, মাহফুজুল আলম লাকি, গোলাম কিবরিয়া, ইসমাইল হোসেন মোস্তাক, সফিয়া পাইলট উচ্চ প্রধান শিক্ষক আব্দুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক, ইউপি সচিব আবু বক্কর সিদ্দিক, মিলন কুমার দেবনাথ, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, আবু মুছা স্বপন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।
বক্তাগণ সকল ক্ষেত্রে জন্ম ও মৃত্যু নিবন্ধণের ডিজিটাল সনদের বিষয়ে গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন এবং তা শতভাগ বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।