ধূমকেতু প্রতিবেদক, চকরিয়া : চকরিয়া উপজেলা উত্তর হারবাং একটি সমৃদ্ধ জনপদ। এখানকার মানুষের রয়েছে জাতীয় পরিচয়পত্র, রয়েছে ভোটার তালিকায় তাদের নাম ভোগ করছেন রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা।
কিন্তু নিজেদের নামে নুন্যতম পরিমাণ রেকর্ডীয় জমি নেই।ফলে তারা ভূমিহীন এখন বসবাস করেন বন বিভাগের জায়গায়।মূলত তারা এখানে বসবাস করে আসছেন প্রায় একশত বছর ধরে কিউবা ৩০বছর ধরে । ১৯৬০সালে তুফানে বাড়ি ঘর হারিয়ে চট্টগ্রামের- কক্সবাজারের বিভিন্ন উপজেলায় তাদের পূর্বে নিবাস ছিল। এরপর থেকে তাদের এখানে তাদের বসবাস।
এখানে বনায়নহীন জায়গায় তারা আশৃয়নিয়ে নিজেদের মতো ঘর বাড়ি তৈরি করে এবং জমি আবাদ পূর্বক চাষাবাদ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছেন।তাই তাদেরকে নিয়ে স্থানীয় হারবাং মৌজায় বসবাস কারী ভূমিহীন পরিবার নামক একটি সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক কক্সবাজার বরাবর গত বছর ৬ ফেব্রুয়ারি একটি আবেদন করা হয়। জেলা প্রশাসক কক্সবাজার বিষয়ে সহকারী কমিশনার চকরিয়া উপজেলা ভূমি অফিসে একটি প্রতিবেদন দেন।
দীর্ঘ তদন্ত শেষে গত ১৪ জুলাই হারবাং মৌজা আর ১৭ টি তফশীলের ৫৯৪.৯৪ একর বনায়ন হীন বন ভূমি বন বিভাগ থেকে নথিভুক্ত করেন। পূর্বক জেলা প্রশাসককের ১ নং খাস খতিয়ানে এনে স্থানীয় বসবাস কারী ভূমিহীন জনগণের অনুকূলে বন্দোবস্তী দেয়া যেতে পারে।মমে প্রতিবেদন দাখিল করেন। স্থানীয় ভূমিহীন জনগণের জন্য ১ টি দলিল হিসেবে থাকবে আজীবন। জেলা প্রশাসক প্রতিবেদনের আলোকে চট্টগ্রামের বন বিভাগ থেকে মতামত চাইলে ঘটে যায় বিপরীত।
বন বিভাগ এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর কোন মতামত তো দেননি বরং এতে ক্ষিপ্ত হয়ে আশিত জনগণকে এখান থেকে চলে যাওয়ার জন্য নোটিশ দিচ্ছেন এ অবস্থায় স্থানীয় জনগণের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। জনগণের অনরত ও প্রশ্ন করছেন সরকারের কাছে আমরা কি রোহিঙ্গা শরণার্থী দের চেয়েও খারাপ হয়ে গেলাম স্থানীয় জনগণ ইতি ভূমিহীন জনগণ।