ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে নাশকতার চেষ্টাসহ এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে রোববার (২৯ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু (৫২), তৌহিদুল ইসলাম (৪১), আবুল কালাম আজাদ স্বপন (৫৪), তয়জুল ইসলাম (৪৫), আসাদ আলী (৫০), খোরশেদ আলম (৫০), মইনুল ইসলাম (৫৫), তায়েজ উদ্দীন (৩৫), শাহজালাল মিঠু (৪৫), মোশারফ হোসেন (৫০), আজাহার আলী রাজা (৬০), সাইফুল ইসলাম স্বপন (৪০) ও আনোয়ার হোসেন (৩৫)।
শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতার চেষ্টাসহ বিভিন্ন অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে রোববার বিকেলে গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।