ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন।
সোমবার সকাল ১০টায় নাচোল থানা পরিদর্শন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তালিকাভূক্ত তিন হাজার কৃষকের মাঝে গম বীজ ও ৩০০ জন কৃষকের মাঝে নাবী জাতের পেঁয়াজের বীজ, সার ও উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন, উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে উপজেলার কর্মকর্তাদের সাথে নাচোলের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা ও সার্বিক আইন-শৃংখলা নিয়ে মতবিনিময়, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে ২১ জন অস্বচ্ছল ব্যক্তিদের জীবনমান উন্নয়নের জন্য এককালীন আর্থীক অনুদানের চেক বিতরণ, উপজেলার নেজামপুর ইউপির রাওতাড়ায় নির্মীয়মান ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা, ইলামিত্র কালী মন্দির ও সম্প্রতি উদ্ধাকৃত প্রায় ২৫ বিঘা সরকারী খাস জমি পরিদর্শণ করেন।
দুপুরে উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সাথে মানসম্মত শিক্ষার গুণগত মান অক্ষুন্ন রাখার বিষয়ে মতবিনিময় করেন।
বিভিন্ন কর্মসূচি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মীর আল মনসুর সোয়াইব।
আরও উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সমাজসেবা অফিসার সোহেল রানা ও নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান।