ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪৮ টি নিবন্ধিত মহিলা সমিতিকে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা মহিলা বিষয়ক দপ্তর আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।
প্রধান অতিথি ছিলেন, এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা।
বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, মহিলা বিষয়ক কর্মকর্তা পংকজ কুমার দাস, নারীনেত্রী হালিমা খাতুন, নারী ইউপি সদস্য জাহানারা বেগম প্রমুখ।
পরে উপজেলার ৪৮ টি নিবন্ধিত মহিলা সমিতিকে সাড়ে ১৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।