ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্ত নদী পূনর্ভবার উপর নির্মিত রামদাস সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সারাদেশের ন্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৩ সালে শুরু হওয়া সেতুটির নির্মাণ কাজ শেষ হয় ২০১৬ সালে। তারপর থেকেই সেতুটি চলাচলের জন্য খুলে দেয়া হয়। এলজিইডির পিআরপি প্রকল্পের আওতায় ৬ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ১৮২ মিটার দৈর্ঘ্য এ সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি নির্মিত হওয়ায় উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে।
এছাড়াও সেতু সংলগ্ন এলাকা বিলাঞ্চল হওয়ায় এলাকাটি পর্যটন কেন্দ্রে পরিনত হয়েছে এবং সেতু ও সড়ক ব্যবহার করে শতশত বিঘা জমির কৃষিপণ্য সহজেই আনা-নেয়া করা যাচ্ছে।
সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকার বর্তমান সংসদ সদস্য জিয়াউর রহমান ও সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/