IMG-LOGO

বুধবার, ৪ঠা সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে সফর ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সারোয়ার হোসেন খোকনকে রাসিক কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনদেশের সব জেলাগুলোতে কমিটি গঠন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনশ্রমিক বিক্ষোভে ৬০ পোশাক কারখানায় ছুটি ঘোষণানাচোলে কেমিস্ট এন্ড ড্রাগিস্টদেরমতবিনিময়সভা অনুষ্ঠিতসদস্যদের অভিযোগ মিথ্যা, দাবি মান্দা চেয়ারম্যানেরসচিবদের যেসব নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসবিচারের আগে আ.লীগের পুনর্বাসন নয় : নাহিদরাশিফলচটেছেন অভিনেত্রী জাহারা মিতুসচিবদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টাবিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছেনারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর নামে প্রথম হত্যা মামলাচারঘাটে খোলা আকাশের নিচে নোংরা পরিবেশে বিক্রি হচ্ছে খাবারপাবনায় দুই যুবককে ছুরিকাঘাতে হত্যাসাবেক দুই আইজিপির আট দিনের রিমান্ড মঞ্জুর
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> এমপির বিরুদ্ধে পরীক্ষায় জালিয়াতির অভিযোগ

নওগাঁ-৩ আসন

এমপির বিরুদ্ধে পরীক্ষায় জালিয়াতির অভিযোগ

নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : সনদ জালিয়াতির অভিযোগ উঠেছে ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিমের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এইচএসসি পরিক্ষায় একাধিক বদলী পরিক্ষার্থীর মাধ্যমে সনদ গ্রহণ করেছেন।

বদলী পরিক্ষার্থীর মাধ্যমে দেওয়া পরিক্ষার খাতা যাচাই এবং সনদ বাতিলের দাবীতে মহাদেবপুর সদরের মৃত ইসমাইল হোসেনের ছেলে মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম বাদী হয়ে গত ১৪ নভেম্বর শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধিনে নওগাঁর পোরশা ডিগ্রী কলেজ থেকে ২০১৪-২০১৫ শিক্ষা বর্ষে এইচএসসি প্রোগ্রামে জেলার মহাদেবপুর উপজেলার আজিপুর গ্রামের প্রয়াত ফজর উদ্দিন তরফদারের ছেলে সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ভর্তি হন। পরবর্তীতে পরীক্ষায় তিনি নিজে অংশগ্রহণ না করে মহাদেবপুর উপজেলার তাতারপুর গ্রামের সেকান্দার আলী শেখ, দোহালী গ্রামের খন্দকার আব্দুল কুদ্দুস, সফাপুর গ্রামের ফারুক হোসেন এবং পত্নীতলা উপজেলার গগনপুর গ্রামের তোজাম্মেল হকসহ বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ভূয়া পরীক্ষার্থী হিসাবে পরীক্ষার খাতা লিখিয়ে এইচএসসি পাশ করে সার্টিফিকেট প্রাপ্ত হন। পরীক্ষার খাতা যাচাই করলে বিভিন্ন বিষয়ে আলাদা আলাদা ব্যক্তির হাতের লেখা পরীলক্ষিত হবে।

অভিযোগে আরোও উল্লেখ করা হয়, ওই সময়ে ছলিম উদ্দিন তরফদার বাংলাদেশের সংসদীয় আসন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য হওয়ায় সেই প্রভাব খাটিয়ে তিনি এমন অপকর্ম করতে সক্ষম হন। তিনি মহান জাতীয় সংসদের একজন আইন প্রনেতা হয়ে এমন ঘৃন্য অপরাধ মূলক কর্মকান্ড করেছেন, যা শুধু অপরাধ-ই নয় এলাকাবাসীর মতে মহান জাতীয় সংসদকে তিনি কুলষিত বা অপমানিত করেছেন। এমতাবস্থায়, অত্র সংসদীয় এলাকাবাসীর প্রাণের দাবী এমন ঘৃন্য অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া দরকার।

এমপির বিরুদ্ধে পরীক্ষায় জালিয়াতির অভিযোগ

এ বিষয়ে অভিযোগকারী মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম বলেন, এটা শুধু আমি নয় মহাদেবপুর এলাকার সবাই ছলিম উদ্দিন তরফদারের শিক্ষাগত যোগ্যতা এবং পরিক্ষার বিষয়ে জানেন। আপনি চাইলে গনশুনানী করে দেখতে পারেন। তাছাড়া এবিষয়ে বিস্তারিত আমি আমার অভিযোগে উল্লেখ করেছি।

মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের কার্য্যনির্বাহী সদস্য মোহাম্মাদ মাহবুবুর রহমান বিষয়টি অকপটে স্বীকার করে বলেন, বদলী পরিক্ষার্থীর মাধ্যমে দেওয়া পরিক্ষার বিষয়ে শুধু আমি কেনো উপজেলা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জানেন। এসএসসি পাস এমপিকে বৈধভাবে এইচএসসি পরিক্ষা দেয়ার পরামর্শ আমিই তাকে দিয়েছিলাম। তার পরিবর্তে যারা পরিক্ষা দিয়েছেন তাদের অধিকাংশই বিভিন্ন স্কুলের শিক্ষক।

মহাদেবপুর সদরের আওয়ামী লীগ দলীয় কর্মী শফিকুল ইসলাম বলেন, মহাদেবপুরের মানুষ হিসেবে আমরা লজ্জিত কারণ আমরা একজন অশিক্ষিত লোককে এমপি বানিয়েছি। তিনি ছাত্র জীবনে ঠেলে ঠুলে এসএসসি পাস করেছেন। এই বৃদ্ধ বয়সে কি করে এইচএসসি পাশ করা সম্ভব? তাই অন্যের সাহায্যে এসএসসি পাস করেছেন।

মহাদেবপুর উপজেলার তাতারপুর গ্রামের সেকান্দার আলী শেখ বলেন, ‘আমি যে তার বদলে পরিক্ষা দিয়েছি এটা আপনাকে কে বলেছে?’ তার পর তিনি চুপ করেছিলেন। এর বেশি তিনি আর কোন কথা বলতে রাজি হননি। সফাপুর গ্রামের ফারুক হোসেন বলেন, আমি কারো পক্ষে বদলী পরিক্ষা দেইনি।

পোরশা ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাসের শিক্ষক ইলিয়াস হোসেন বলেন, ‘আমি ২০১৩ সালে ওই কলেজে যোগদান করেছি। আমি ২০১৪-২০১৫ সালে কলেজে শিক্ষক হিসেবে নতুন ছিলাম। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিনে ২০১৪-২০১৫ শিক্ষা বর্ষে এইচএসসি পরিক্ষা চলাকালীন একদিন আমি ছলিম উদ্দিন তরফদার কলেজে দেখেছি।’

এ বিষয়ে সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিমকে তার সেলফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে পোরশা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, ২০১৪-২০১৫ সালে আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের শিক্ষক ছিলাম। আমি মাত্র তিন মাস আগে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দ্বায়িত্ব নিয়েছি। ওই সময়ের কোন কিছুই আমার জানা নেই।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news