ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : উত্তরের হিমেল হাওয়া আর সকালের ঘন কুয়াশায় দেশের উত্তরের জনপদ নওগাঁয় দেশের সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। কনকনে হাড়কাঁপানো এই শীতে উপজেলার নিম্ন আয়ের মানুষগুলো নাকাল।
শুক্রবার (২৬ জানুয়ারী) দেশের সর্বোনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষের সামান্য উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালো ‘নজিপুর পরিবার’।
শুক্রবার (২৬ জানুয়ারি) পত্নীতলা উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, ফেসবুক গ্রুপ ‘নজিপুর পরিবার’ এর এ্যাডমিন, মডারেটরসহ ভলেন্টিয়াররা। কয়েকদিন ধরে তারা দুই শতাধিক শীতবস্ত্র কম্বল জ্যাকেট বিতরণ করেন।
এ সময় অসুস্থ ব্যক্তিদের মাঝে নগদ অর্থও বিতরণ করা হয়েছে। ফেসবুকের মাধ্যমেও ভাল কিছু করা যায় এটি একটি উজ্জল দৃষ্টান্ত।
উল্লেখ্য, নজিপুর পরিবার বিভিন্ন সময়ে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ, অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, কোরআন শরিফ বিতরণ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে সুনাম কুড়িয়েছেন, সুধি মহলে প্রশংসিত হয়েছেন।
নজিপুর পরিবারের সিনিয়র এ্যাডমিন রবিউল ইসলাম শুভ বলেন, কোন কাজ একার পক্ষে কঠিন কিন্তু সবাই মিলে চেষ্টা করলে সেটা সহজ হয়। নজিপুর পরিবার ২৬ হাজার সদস্যের একটি সোস্যাল মিডিয়া পরিবার, এর মধ্যে অনেকেই প্রবাসী ভাই বোন আছে, ডাক্তার, ইন্জিনিয়ার আছে, চাকুরিজীবি, ব্যবস্যায়িক আছেন তারা অনেকে ডোনেট করেন। আমরা এ্যাডমিন ও মডারেটরগণ নিজেরা কিছু অর্থ দেয় এভাবেই আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি। সকলের সহযোগিতা ও দোয়ায় মানবিক এই কাজ গুলো চালিয়ে যেতে চাই।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/