ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের বাসুরীয়া বাজারের পশ্চিম পার্শ্বে নির্মিত ব্রীজটির দু’পাশে পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দের। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে অসংখ্যক যানবাহন, স্কুল-কলেজ পড়ুয়া শত শত শিক্ষার্থী ও জণসাধারন।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে সরেজমিনে দেখা যায়, ব্রীজটির দু’পাশে পিচ উঠে গিয়েছে। সৃস্টি হয়েছে খানাখন্দের। হেলে-দুলে চলছে ইজিবাইক, সিএনজি, অটোভ্যান সহ বিভিন্ন ধরনের যানবাহন। তাছাড়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও নাজুক অবস্হায় রয়েছে ব্রীজটি।
ইজিবাইক চালক রাসেদুল ইসলাম বলেন, অনেক দিন ধরেই ব্রীজটির দু’পাশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। মাঝেমধ্যে ইট ও মাটি ফেলে সংস্কার করা হলেও পাকা করা হচ্ছে না। ফলে আমাদের মতো চালকদের জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। এমতাবস্থায় উপজেলার বাসুরীয়া এলাকার ব্রীজটির দু’পাশে অনতিবিলম্বে পাকা করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এ পথের হাজারো মানুষ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/