ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে ব্রিধান ৭১ এর উপরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মিরপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে “আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষন ও বিতরণ প্রকল্প” এর আওতায় উপজেলার ফুলবাড়ীয়া এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ।
তিনি বলেন, “বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। করোনা পরবর্তী দেশের খাদ্য সংকট মোকাবেলায় সরকার প্রণোদনার মাধ্যমে উচ্চ ফলনশীল জাতের শস্য উৎপাদন ও নিরাপদ সবজি উৎপাদনে কাজ করছে। এছাড়া কৃষিতে যান্ত্রিক শক্তির ব্যবহার নিশ্চিতের মাধ্যম উৎপাদন খরচ কমানোর লক্ষে কাজ করছে।”
তিনি আরো বলেন, “ব্রিধান-৭১ ধানের জাতটি অধিক ফলনশীল। হেক্টর প্রতি ৫-৬ মেট্রিকটন ফলন হয়। অন্যান্য ধানের জাতের চেয়ে এটির জীবনকাল খুবই কম। সেই সাথে কৃষকরা এই ব্রিধান-৭১ চাষ করে খুবই লাভজনক হচ্ছেন।”
অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা শুকেশ রঞ্জন পালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফরহাদ শরীফ, উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মোরশেদ মন্ডল, সদস্য জাহেদ আলী, ফুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জহির উদ্দিন, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, রামকৃষ্ণ ঘোষ রতন, উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুদ পারভেজ, মনিরুল ইসলাম প্রমুখ। মাঠদিবসে উক্ত এলাকার প্রায় দুই শতাধিক কৃষক/কৃষানী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।